×
ব্রেকিং নিউজ :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার বস্তুনিষ্ঠ সংবাদ গুজব প্রতিরোধ করে: তথ্য ও সম্প্রচার সচিব
  • প্রকাশিত : ২০২২-০২-১৮
  • ৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্বাসরুদ্ধকর ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 
এই নিয়ে তৃতীয়বারের মত বিপিএলের শিরোপা জিতলো কুমিল্লা। এর আগে ২০১৫ ও ২০১৯ সালে বিপিএল শিরোপা জিতেছিলো কুমিল্লা। 
ফাইনাল ম্যাচে  প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করতে সক্ষম হয়  ফরচুন বরিশাল। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বরিশালের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। 
লিটন দাসকে নিয়ে আজও কুমিল্লার ইনিংস শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৩ বলে হাফ-সেঞ্চুরি করা  নাইন  আজ অর্ধশতক  করেছেন ১৬ বলে।  ২৬ বল মোকাবেলায়  আজ  পাঁচ  বাউন্ডারি ও সমান সংখ্যক ওভার বাউন্ডারিতে  ৫৭ রান  কওে আউট হন এ মেক শিফট ওপেনার। 
বরিশালের স্পিনার আফগানিস্তানের মুজিব উর রহমানের করা ইনিংসের প্রথম ওভারের শেষ তিন বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন নারাইন। 
বাঁ-হাতি পেসার শফিকুল ইসলামের পরের ওভারে ২টি ছক্কা ও ১টি চার মারেন নারাইন। নারাইন ঝড়ে প্রথম দুই ওভারে ৩৬ রান পায় কুমিল্লা। তৃতীয় ওভারে বল হাতে আক্রমনে আসেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম পাঁচ ডেলিভারিতে ৪ রান দেন সাকিব। তবে শেষ বলে লিটনকে বোল্ড করেন সাকিব। ৬ বলে ৪ রান করেন লিটন। 
লিটনকে হারিয়ে দমে যাননি নারাইন। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর করা চতুর্থ ওভারে ১টি চার ও সাকিবের করা পঞ্চম ওভারে ২টি চারে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১তম হাফ-সেঞ্চুরি তুলে নেন নারাইন। 
ছক্কায় পঞ্চম ওভার শুরু করেছিলেন নারাইন। কিন্তু তৃতীয় বলে নারাইনকে থামান পেসার মেহেদি হাসান রানা। রানার স্লো ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির সীমানায় শান্তকে ক্যাচ দেন নারাইন। 
ষষ্ঠ ওভারে দলীয় ৬৯ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে নারাইনকে বিদায় করে স্বস্তি পায় বরিশাল। নারাইনের বিদায়ে জ¦লে উঠে বরিশালের বোলাররা। ৯৫ রানের মধ্যে কুমিল্লার ষষ্ঠ উইকেট তুলে নেন বরিশালের দুই বিদেশী মুজিব ও ব্রাভো। 
৮ রান করে রান আউট হন মাহমুদুল হাসান জয়। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসকে ৪ রানে আউট করেন মুজিব। আর সাত নম্বরে নামা আরিফুল হককে রানের খাতা খোলার আগেই দারুন এক গুগলিতে বোল্ড করেন মুজিব। 
১১তম ওভারে ষষ্ঠ উইকেট পতনের ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। এমন  অবস্থায়  উইকেট বাঁচিয়ে খেলার দিকে মনোযোগি হন কুমিল্লার ইংলিশ ক্রিকেটার মঈন আলি ও পেসার আবু হায়দার। টেস্ট মেজাজেই ব্যাট করেছেন এ জুটি। আরিফুলের বিদায়ের পর, পরের ৩৯ বলে মাত্র ২টি চার মারেন মঈন-আবু হায়দার। রান উঠে ৩১। 
১৮তম ওভারে রানার প্রথম ও শেষ বলে ছক্কা মারেন মঈন ও আবু হায়দার। ঐ ওভার থেকে রান আসে ১৫। ব্রাভোর ১৯তম ওভার থেকে আসে ৭ রান। 
শেষ ওভারের প্রথম বলে সাকিবের দুর্দান্ত থ্রোতে রান আউট হন মঈন। ৩২ বলে ২টি চার ও ১টি ছক্কায়  ৩৮ রান করেন তিনি। সপ্তম উইকেটে ৫১ বলে ৫৩ রান যোগ করেন মঈন-আবু হায়দার। 
ঐ ওভারের তৃতীয় বলে আবু হায়দারকে ও চতুর্থ বলে শহিদুল ইসলামকে থামিয়ে হ্যাট্টিকের সম্ভাবনা জাগান পেসার শফিকুল। কিন্তু হ্যাট্টিক পূর্ণ করতে পারেননি শফিকুল। পঞ্চম বলে রান না পেলেও, শেষ বলে বাই থেকে ১ রান পায় কুমিল্লা। শেষ ওভারে ৩ রান দেন শফিকুল। 
আবু হায়দার ১টি করে চার-ছক্কায় ২৭ বলে ১৯ রান করেন। বরিশালের মুজিব ২৭ রানে ও শফিকুল ৩১ রানে ২টি করে উইকেট নেন। 
জয়ের জন্য ১৫২ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি বরিশালের। দ্বিতীয় ওভারেই ওপেনার মুনিম শাহরিয়ারকে হারায় বরিশাল। পেসার শহিদুলের বলে মিড অনে ডু-প্লেসিসকে ক্যাচ দিয়ে আউট হওয়া  শাহরিয়ার রানের খাতাই খুলতে পারেননি । 
শাহরিয়ারের বিদায়ে উইকেটে আসেন সৈকত আলি। আসরের প্রথম দিকে ৩ ম্যাচ খেলেছিলেন তিনি। দীর্ঘদিন পর একাদশে সুযোগ পেয়ে, ব্যাট হাতে জ¦লে উঠেন ডান-হাতি ব্যাটার সৈকত। 
দ্বিতীয় ওভারের শেষ তিন বলে তিনটি বাউন্ডারি মারেন সৈকত। মুস্তাফিজের করা চতুর্থ ওভারেও তৃতীয় চার মারেন তিনি। মঈনের করা পাওয়ার প্লের শেষ ওভারে ১টি করে চার-ছক্কা আসে সৈকতের ব্যাট থেকে। 
সৈকতের ২২ বলে ৪২ রানের সুবাদে পাওয়ার প্লেতে ৫১ রান পায় বরিশাল। অন্যপ্রান্তে নিষ্প্রভ ছিলেন টি-টোয়েন্টিতে ১৪ হাজারের বেশি রান করা ক্রিস গেইল। এ সময় ৭ বল খেলে তার রান ছিল ৪।
আবু হায়দারের করা সপ্তম ওভারের শেষ তিন বলে তিন বাউন্ডারি মেরে ২৬ বলে টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরিতে পৌঁছান সৈকত। 
হাফ-সেঞ্চুরির পর রান তোলার গতি কমে যায় সৈকতের। শেষ পর্যন্ত ৫৮ রানে আউট হন তিনি। স্পিনার তানভীরের বলে ইমরুলকে ক্যাচ দেয়ার আগে ৩৪ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কা মারেন সৈকত। গেইলের সাথে দ্বিতীয় উইকেটে ৫১ বলে ৭৪ রান যোগ করেন সৈকত। যেখানে গেইলের অবদান ছিলো ১৭ বলে ১২ রান। 
সৈকতের বিদায়ের পর হাত খুলেন গেইল। ১১তম ওভারে প্রথম বলকে সীমানা ছাড়া করেন তিনি। মঈনকে মিড উইকেট দিয়ে ছক্কা হাকান গেইল। পরের ওভারে তানভীরের বলে ১টি করে চার-ছক্কা মারেন ইউনিভার্স বস। 
তবে ১৩তম ওভারে নারাইনের বলে লেগ বিফোর হন গেইল। এডিআরএস নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি তিনি। ৩১ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করেন গেইল। 
গেইলের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। মুস্তাফিজের দারুন ক্যাচে তানভীরের দ্বিতীয় শিকার হন ৭ বলে ৭ রান  করা সাকিব।
সাকিবের আউটের পর ১১ বল বাউন্ডারি বা ওভার বাউন্ডারি পায়নি বরিশাল। ১৭তম ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন নাজমুল হোসেন শান্ত। তবে পরের বলে রান আউট হন নুরুল। ১৩ বলে ১৪ রান করেন তিনি। 
শেষ ৩ ওভারে ১৮ রান দরকার পড়ে বরিশালের। ১৮তম ওভারের প্রথম বলে ব্রাভোকে লেগ বিফোর আউট করেন নারাইন। ঐ ওভারে মাত্র ২ রান দেন নারাইন। এতে শেষ ১২ বলে ১৬ রান প্রয়োজন পড়ে বরিশালের। 
১৯তম ওভারে আক্রমনে এসে ৬ রান দিয়ে ১ উইকেট তুলে নেন মুস্তাফিজ। ১৫ বলে ১২ রান করা শান্তকে লেগ বিফোর আউট করে এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান ফিজ। 
শেষ ওভারে ১০ রানের প্রয়োজন পড়ে বরিশালের। বল হাতে শেষ ওভারের দায়িত্ব পান কুমিল্লার পেসার শহিদুল। উইকেটে ছিলেন মুজিব ও তৌহিদ হৃদয়। 
প্রথম চার বলে ৫ রান দেন শহিদুল। পঞ্চম বলে স্কয়ার লেগে হৃদয়ের ক্যাচ ফেলেন তানভীর। ঐ বল থেকে ২ রান পায় বরিশাল।  এমন অবস্থায় শেষ বলে ৩ রানের প্রয়োজনে ১ রান নিতে পারেন মুজিব। ম্যাচ জয়ের স্বাদ পায়  কুমিল্লা। ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে বরিশাল। কুমিল্লার নারাইন ১৫ রানে ও তানভীর ২৫ রানে ২টি করে উইকেট নেন। 
সংক্ষিপ্ত স্কোর :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫১/৯, ২০ ওভার (নারাইন ৫৭, মঈন ৩৮, মুজিব ২/২৭)।
ফরচুন বরিশাল : ১৫০/৮, ২০ ওভার (সৈকত ৫৮, গেইল ৩৩, নাইরন ২/১৫)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat