বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরুর কথা ছিলো।
আজ এক বিবৃতিতে ফাইনাল এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত জানায় বিসিবি।প্রথম কোয়ালিফায়ার জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আজ বিকেল ৫টা ৩০ মিনিটে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।কুমিল্লা-চট্টগ্রামের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল ফাইনালে বরিশালের মুখোমুখি হবে।