×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এশিয়ার  প্রথম  দল হিসেবে ২০২২ কাতার  বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইরান। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে তারা ১-০ গোলে ইরাকের বিপক্ষে জয়লাভ করেছে। এদিকে কাতার বিশ^কাপের বেশ কাছে পৌঁছে গেছে জাপান ও দক্ষিন কোরিয়া।
তেহরানে অনুষ্ঠিত বাছাই পর্বের  ম্যাচে প্রতিবেশী দলের বিপক্ষে একমাত্র গোলটি করেছেন পোর্তো ফরোয়ার্ড মেহদি থারেমি। ৪৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি। এর মাধ্যমে টানা তৃতীয় এবং সবমিলিয়ে  ষষ্ঠবারের মত বিশ^কাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করল ইরান।
এই মুহূর্তে ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। তাদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থাকা দক্ষিন কোরিয়াও পৌছে গেছে কাতার বিশ^কাপের দ্বারপ্রান্তে। গতকাল অনুষ্ঠিত ম্যাচে দক্ষিন কোরিয়া ১-০ গোলে হারায় লেবাননকে।
গ্রুপে তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত কোরিয়ার চেয়ে আট পয়েন্টে পিছিয়ে রয়েছে। গতকাল তারা সিরিয়ার বিপক্ষে জয়লাভ করেছে ২-০ গোলে।
 বি’ গ্রুপের ম্যাচে জাপান ২-০ গোলে চীনকে হারিয়ে দোহার পথে আরেকধাপ এগিয়ে গেছে। এই জয়ে গ্রুপের শীর্ষ পয়েন্টধারী সৌদি আরবের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে তারা। আরো এক পয়েন্ট কম নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। গতকাল মেলবোর্নে অনুষ্ঠিত বছাইয়ের ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৪-০ গোলে জয়লাভ করেছে সকারুরা।
এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সরাসরি বিশ্বকাপের চুড়ান্ত আসরে খেলতে পারবে। তৃতীয় হওয়া দুই গ্রুপের দুই দল নিজেদের মধ্যে প্লে অফ খেলার পর বিজয়ী দলকে আরেকটি প্লে-অফে খেলতে হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম  স্থানে থাকা দলের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat