×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২২-০১-২৩
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ^কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। গতরাতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে  বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ  ৯ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। 
ফলে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বাংলাদেশের যুবারা। ৩ খেলায় সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ইংল্যান্ডের কাছে হার দিয়ে এবারের আসর শুরু করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারায়  বাংলাদেশের যুবারা। 
‘এ’ গ্রুপ থেকে আগেভাগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলো ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে যাবার সুযোগ ছিলো বাংলাদেশ ও আরব আমিরাতের। তাদের সামনে সমীকরণ ছিলো, গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবে বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাত। 
এমন সমীকরন নিয়ে সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ।  বাংলাদেশ বোলারদের তোপে শুরু থেকেই চাপে পড়ে আরব আমিরাত। ৮ রানেই ২ উইকেট হারায় তারা। পরবর্তীতে আরব আমিরাতের মিডল-অর্ডারের তিন ব্যাটার ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেনি। শেষ পর্যন্ত  ৪৯তম ওভারে ১৪৮ রানেই অলআউট হয় আরব আমিরাত। 
বাংলাদেশের পেসার রিপন মন্ডল ৩১ রানে ৩টি, আশিকুর জামান-তানজিম হাসান সাকিব ২টি করে এবং রাকিবুল হাসান-আরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন। 
জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে শুরুটা দারুন ছিলো বাংলাদেশের। ২১ দশমিক ২ ওভারে বাংলাদেশকে ৮৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন। প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৭০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩৭ রান করেন ইফতেখার। 
ইফতেখারের আউটের পর বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। বেশ কিছুক্ষণ বাদে খেলা শুরু হলে জয়ের জন্য ৩৫ ওভারে ১০৭ রানের নতুন টার্গেট পায় বাংলাদেশ। অর্থাৎ ইফতেখারের আউটের পর মাত্র ২১ রানের প্রয়োজন পড়ে বাংলাদেশের। 
বাকীটুকু ভালোভাবেই সাড়েন মাহফিজুল ও প্রান্তিক নওরোজ নাবিল। ২৪ দশমিক ৫ ওভারে ১ উইকেটে ১১০ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 
মাহফিজুল ৬৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। ১০ বলে ৫ রানে অপরাজিত থাকেন নাবিল। ম্যাচ সেরা হন মাহফিজুল। 
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গত আসরের ফাইনালে এই ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশের যুবারা। আগামী ২৯ জানুয়ারি অ্যান্টিগায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat