বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও রোগী কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা দিতে বিত্তবান ও ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ।
আজ উপাচার্য তার বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহবান জানান।
বিএসএমএমইউ উপাচার্য আরো বলেন, বিএসএমএমইউ-এ দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। সেখান থেকে দরিদ্র রোগীদের জন প্রতি ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ফান্ড থেকেও দরিদ্র রোগীরা আর্থিক অনুদান পাচ্ছেন।
উপাচার্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভিআইপি ব্যক্তিবর্গ নয়, দেশের প্রান্তিক পর্যায়ের সাধারণ গরীব মানুষেরও খোঁজখবর রাখেন। ময়মনসিংহের হালুয়াঘাটের অধিবাসী হজকিনলিম্ফোমা রোগে আক্রান্ত ১২ বছরের বয়সী শিশু শ্রাবণ ¯œ্যালকে প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে ও নিজ খরচে এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হজকিনলিম্ফোমা রোগ নির্ণয় করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।