বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশুদের মেরুদন্ডের বাঁকা হাড় অপারেশনের মাধ্যমে সোজাকরণ ইউনিট চালু করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের স্পাইনাল সার্জনদের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা.মো: শারফুদ্দিন আহমেদ।
অর্থোপেডিক সার্জারি বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ডা.মো: আনোয়ারুল ইসলাম জানান,বিশ্ববিদ্যালয়ের বহিবির্ভাগ ভবন ২ এর ৪০৭নং কক্ষে প্রতি রোববার বাঁকা পিঠের সমস্যায় নিয়ে ভোগা শিশুদের অভিভাবক যোগযোগ করে এই সেবা তার সন্তানের জন্য নিতে পারবেন। স্বল্পমূল্যে অস্ত্রোপচারসহ এই চিকিৎসাসেবাটি প্রদান করা হচ্ছে।
এদিকে আজ কেবিন ব্লকের অপারেশন থিয়েটার ১০ বছরের এক শিশুর বাঁকা পিঠ সোজা করার জন্য মেরুদন্ডের বাঁকা হাড়ের সফল অস্ত্রোপচার করা হয়েছে।