ত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৯ জন রোগী ভর্তি হয়েছে।এরমধ্যে রাজধানী ঢাকায় ৪ জন এবং বিভিন্ন স্থানের হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৫ জন।
আজ হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ২০২২ সালের ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৬২ জন।ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৩০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৩২ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মোট ৪৪ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এ পর্যন্ত মোট ছাড়প্রাপ্ত রোগী ১৮ জন।