দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
শনিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৩০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছেন।