×
ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জ্ঞানভিত্তিক সমাজ হলে অপসংস্কৃতির চর্চা, অগণতান্ত্রিক আচরণ, সাম্প্রদায়িক মনোভঙ্গি ও ক্ষমতা দখলের অপপ্রয়াস দূর হবে ।
আজ বুধবার অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মশিউর রহমান।
তিনি বলেন,‘জাতির পিতার জন্মশতবর্ষ উদ্যাপন এবং স্বাধীনতার ৫০ বছরের গৌরব ও অর্জন সাথে নিয়ে এবং চেতনাকে শাণিত করে নতুন বছর শুরু করতে যাচ্ছি। ১৯৭১-এর এই ডিসেম্বরে পাকিস্তানের সেনাবাহিনী পোশাক পরিহিত অবস্থায় আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে আমাদের অকুতোভয় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর কাছে।
উপাচার্য বলেন, প্রশিক্ষিত পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের গেরিলা যোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে মাথা নিচু করে আত্মসমর্পন করে ফিরে গেছে। মুক্তিযোদ্ধাদের প্রজন্ম হিসেবে এ আমাদের গৌরবের বিষয়।
আগামী প্রজন্মকে নিয়ে আসতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় বিশ^বিদ্যালয় কাজ করে যাচ্ছে। 
এ অধিবেশনে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম,  বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ^বিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, বরিশাল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সাজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক প্রমুখ।
এ সিনেটে  গত অধিবেশনে সার্ভিস রুলের বিভিন্ন ধারা ও তফসিলের সংযোজন-বিয়োজন পরিমার্জনপূর্বক সংবিধি সংশোধন অনুমোদন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat