সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় সংবাদ বিডি.টিভি লিঃ এর চেয়ারম্যান শাহ্ মোঃ দিদার হোসাইন থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। আজ ২৯/১২/২০২১ইং বুধবার হবিগঞ্জ সদর থানায় সুমাইয়া শেখ ও সাদিয়া জামান সনি নামের ফেসবুক আইডির স্বত্বাধিকারিদের বিরুদ্ধে এ সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি।
জানা যায়, গত ২৭/১২/২০২১ইং সোমবার সুমাইয়া শেখ নামের এক ফেসবুক একাউন্ট থেকে সংবাদ বিডি.টিভি লিঃ এর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে সম্মানহানীকর ও আপত্তিকর মন্তব্য করা হয় এবং সাদিয়া জামান সনি নামের ফেসবুক আইডি থেকে উৎসাহমুলক কমেন্ট করা হয়। পরে বিষয়টি সবার নজরে আসলে সুমাইয়া শেখ নামের একাউন্টটি ডিএ্যাক্টিভ (অকার্যকর) করে দেওয়া হয়।