- প্রকাশিত : ২০১৮-০৪-০৮
- ৭৯৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
১২৫ সিসির নতুন স্কুটার আনছে সুজুকি। মডেল বার্গম্যান স্ট্রিট ১২৫। এটি ভারতের বাজারে অবমু্ক্ত করবে সুজুকি। স্কুটারটি বাজারে আসলে এটা হবে ভারতের প্রথম ম্যাক্স-স্টাইল স্কুটার।
আকর্ষণীয় ডিজাইনে তৈরি সুজুকির নতুন স্কুটারটি ২০১৮ সালের অটো এক্সপোতে প্রদর্শন করা হবে। এর পরই এটাকে বাজারে বিক্রির ঘোষণা দেয়া হবে।
ফুল বডিওয়ার্কের এই স্কুটারটিতে টল উইন্ডস্ক্রিন রয়েছে। এতে রয়েছে স্টেপ আপ স্টাইল সিট। স্কুটারটিতে ফুল এলইডি হেডল্যাম্প সংযোজন করা হয়েছে। রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, অ্যালয় হুইল এবং ফাস্ট অ্যাডজাস্টেবল ফুট পেগ।
১২৫ সিসি ইঞ্জিনের স্কুটারটির ক্ষমতা ১০.৭ বিএইচপি। টর্ক ১০ এনএম।
এ বছরের মাঝামাঝিতে স্কুটারটি বাজারে পাওয়া যাবে। ভারতের বাজারে এর দাম হবে ৬০ হাজার রুপি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..