অ্যাশেজের অ্যাডিলেড টেস্ট থেকে চারটি পরিবর্তন এনে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সফরকারী ইংল্যান্ড। একাদশে সুযোগ হয়নি অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের।
আগামীকাল মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। ম্যাচের আগের দিন আজই অস্ট্রেলিয়ার মত একাদশ ঘোষনা করে দিয়েছে ইংল্যান্ডও।
তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ররি বার্নস, ওলি পোপ, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, মার্ক উড ও স্পিনার জ্যাক লিচ।
পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় বা ড্র’র স্বাদ পেতেই হবে ইংলিশদের।
ইংল্যান্ড একাদশ : জো রুট (অধিনায়ক), হাসিব হামিদ, জ্যাক ক্রলি, ডেভিড মালান, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, মার্ক উড, ওলি রবিনসন, জেমস এন্ডারসন এবং জ্যাক লিচ।