×
ব্রেকিং নিউজ :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার বস্তুনিষ্ঠ সংবাদ গুজব প্রতিরোধ করে: তথ্য ও সম্প্রচার সচিব
  • প্রকাশিত : ২০২১-১২-২৫
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডান-হাতি ওপেনার মাহফিজুল ইসলামের সেঞ্চুরিতে যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা ২২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুয়েত অনূর্ধ্ব-১৯ দলকে। টানা দুই জয়ে সেমিফাইনালে পথে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। 
গতকাল নিজেদের প্রথম ম্যাচে বাঁ-হাতি ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে বাংলাদেশের যুবারা ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে। ১১২ বলে অপরাজিত ১২৭ রান করেছিলেন নাবিল।
আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কুয়েত। ব্যাট হাতে নেমে তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরেন  ২ রান করো ওপেনার ইফতাখার হোসেন। 
এরপর মিডল-অর্ডার তিন ব্যাটার ছোট-ছোট ইনিংস খেলে ফিরলেও, এক প্রান্ত আগলে রাখে দলের রানের চাকা বড় করছিলেন মাহফিজুল ইসলাম। দলের রানের চাকা সচল করার পাশাপাশি ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেন মাহফিজুল। শেষ পর্যন্ত ১১২ রানে থামেন তিনি। ১১৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কা মারেন এই ডান-হাতি। 
মিডল-অর্ডারে আইচ মোল্লা ২০, আরিফুল ইসলাম ২৩, উইকেটরক্ষক তাহজিবুল ইসলাম ২৫ ও এসএম মেহেরব ৪২ ও অধিনায়ক রাকিবুল হাাসন ২১ রান করে ফিরেন। শেষ পর্যন্ত ৪৯ দশমিক ২ ওভারে ২৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। কুয়েতের আব্দুল সাদিক ৩টি উইকেট নেন। 
কুয়েতকে ২৯২ রানের বড় টার্গেট ছুঁড়ে দিয়ে বল হাতে জ¦লে উঠে বাংলাদেশের বোলাররা। ফলে ২৫ দশমিক ৩ ওভারে মাত্র ৬৪ রানে অলআউট হয় কুয়েত। 
কুয়েতের দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। ওপেনার ও অধিনায়ক মিট ভাবসার ৪৩ ও মির্জা আহমেদ ১১ রান করে ফিরেন। 
বাংলাদেশের রিপন মন্ডল ১০ রানে ৩ উইকেট নেন। এছাড়া মেহরব-অধিনায়ক রাকিবুল ২টি করে শিকার করেন। 
আগামী ২৮ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat