বাঁ-হাতি ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত সেঞ্চুরিতে বড় জয়ে যুব এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১২৭ রানের অপরাজিত থাকেন নাবিল।
আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৬৭ রানে বাংলাদেশের দুই ওপেনারের বিদায় ঘটে। মাহফিজুল ইসলাম ১৭ ও ইফতাখার হোসেন ২১ রান করে ফিরেন।
এরপর চার নম্বরে নামা আইচ মোল্লা ২২ রানের বেশি করতে পারেননি। তবে চতুর্থ উইকেটে ফাহিমকে নিয়ে ১৭৯ রানের জুটি গড়েন নাবিল।
৩টি করে চার ও ছক্কায় ৫৮ রান করে আহত অবসর নেন ফাহিম। এক প্রান্ত ধরে দায়িত্ব নিয়ে খেলে সেঞ্চুরি তুলে নেন নাবিল। শেষ পর্যন্ত ১১২ বলে অপরাজিত ১২৭ রান করেন নাবিল। ১১টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। এতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ।
জয়ের জন্য ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি নেপাল। বাংলাদেশের বোলারদের তোপে ৪২ দশমিক ৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় নেপাল।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব-অধিনায়ক রাকিবুল হাসান-এসএম মেহেরব ও নাইমুর রহমান।
আগামীকাল কুয়েতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।