দেশে আজ আরো ১৯১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে এবং এই ভাইরাসে ২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৩১০ টি কোভিড- ১৯ নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।”
একই সময়ে ঢাকা মহানগরী ও জেলার উপজেলা সমূহে ১৬১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছেন।
সরকারী তথ্য অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে ২৮ হাজার ৪৩ জন মারা গেছেন এবং ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।
এতে আরো জানানো হয়, কোভিড-১৯ আক্রান্ত আরো ১৪৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। সুস্থ হওয়ার লোকের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে জানানো হয়, মহামারীর শুরু থেকে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯৭ দশমিক ৭৫ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১ দশমিক ৭৭ শতাংশ রোগী মারা গেছেন।
এতে আরো জানানো হয়, মহামারীতে মোট ২৮ হাজার ৪৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২ হাজার ২৪৫ জন ঢাকায়, ৫ হাজার ৬৮৭ জন চট্টগ্রামে, ২ হাজার ৫৮ জন রাজশাহীতে, ৩ হাজার ৬১৫ জন খুলনায়, ৯শ’৪৮ জন বরিশালে, ১ হাজার ২৭২ জন সিলেটে, ১ হাজার ৩৭১ জন রংপুরে এবং ৮শ’৪৭ জন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।