য়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক পাকিস্তান। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল বাবর আজমের দল। টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের রেকর্ডও গড়লো পাকিস্তান।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান।
ইনিংসের শুরুতে অধিনয়ক বাবর আজম ৭ ও ফখর জামান ১০ রান করে আউট হন। বড় ইনিংস খেলার আভাস দিয়েও বেশি দূর যেতে পারেননি মোহাম্মদ রিজওয়ান-হায়দার আলি ও ইফতিখার আহমেদ।
রিজওয়ান ৩৮, আগের ম্যাচের হিরো হায়দার ৩১ ও ইফতিখার ৩২ রান করে ফিরেন। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ১২ বলে ১টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ২৮ রান করেন শাদাব। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ ওভারেই ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওপেনার ব্রেন্ডন কিংয়ের সাথে ৫৪ রানের জুটি গড়েন অধিনায়ক নিকোলাস পুরান। পুরান ২৬ রানে থামলেও, টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন কিং। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৬৭ রান করে ফিরেন কিং।
কিংয়ের আউটের পর লড়াই থেকে ছিটকে পড়লেও কিছুটা আশা বাঁচিয়ে রেখেছিলেন রোমারিও শেফার্ড। ম্যাচ জিততে শেষ ওভারে ২৩ রানের প্রয়োজন পড়ে ক্যারিবীয়দের। কিন্তু শেষ ওভারে ১৩ রানের বেশি তুলতে পারেননি শেফার্ড।
২০ ওভারে ১৬৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বলে অপরাজিত ৩৫ রান করেন শেফার্ড। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন শাদাব।
আগামীকাল করাচিতেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।