- প্রকাশিত : ২০১৮-০৪-০৭
- ৭৬২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক: জুভেন্টাস থেকে ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পল পগবা। ফরাসি ওই মিডফিল্ডারের ওপর ওই সময় চোখ পড়েছিল ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর।
২০১৮ সালের জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পগবাকে নিতে ম্যানসিটি নাকি প্রস্তাব পেয়েছিল বলে জানালেন ক্লাবটির বর্তমান কোচ পেপ গার্দিওলা।
ম্যানচেস্টার ডার্বিতে আজ মুখোমুখি হবে ম্যানসিটি ও ম্যানইউ। রেডডেভিলসদের বিপক্ষে আজ জয় পেলে ৬ ম্যাচ হাতে রেখেই ইংলিশ লিগ শিরোপার স্বাদ নেবে সিটিজেনরা। গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে ম্যানইউ শিবিরের অন্যতম সেরা তারকা পগবাবে নিয়ে কথা বলেছেন ম্যানসিটি কোচ।
দুই মাস আগে ম্যানইউর পগবা ও হেনরিখ খিতারায়ানের জন্য প্রস্তাব পেয়েছিল ম্যানসিটি। তবে এ দুই তারকার প্রতি মনযোগী না হওয়ায় গার্দিওলাকে নাকি ‘কাপুরুষ’ ও ‘কুকুর’ বলেছিলেন তাদের এজেন্ট মিনো রাইওলা। মর্যাদার ডার্বি ম্যাচের আগে সেই কথা সংবাদ সম্মেলনে প্রকাশ করলেন গার্দিওলা।
শনিবার সংবাদ সম্মেলনে পগবার কথা উঠতেই গার্দিওলা বলেন, ‘দুই মাস আগে খিতারায়ন ও পগবাকে আমাদের সঙ্গে নেওয়ার জন্য সে (রাইওলা) প্রস্তাব দিয়েছিল। আমাকে কুকুরের সঙ্গে তুলনা করা খারাপ ছিল। তাকে কুকুরের প্রতি সম্মান দেখাতে হবে।’
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..