দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৯ জনে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।
মারা যাওয়া পাঁচজনই পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন।