পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে কুমিল্লায় পূজা মন্ডপে ঘটনার ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় হামলা-সংঘর্ষের মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া ৪ আসামিকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।
কক্সবাজার আদালতে তাদের আত্মসমর্পণ করতে হবে। রাষ্ট্রপক্ষে আনা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের চেম্বার কোর্ট বিচারপতি ওবায়দুল হাসান আজ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
১৩ অক্টোবর কুমিল্লার নানয়া দীঘির পর একটি পূজামন্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন জেলায় পূজামন্ডপে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের দুর্গা মন্দিরেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ অক্টোবর মামলা হয়।
সেই মামলায় পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, একই উপজেলার যুবদলের সভাপতি কামরান জাদীদ, ৪নং ওয়ার্ড সদস্য সাজ্জাদ, বিএনপির সক্রিয় সমর্থক ব্যবসায়ী শাহনেওয়াজ আজাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ২৮ অক্টোবর তাদের ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।