বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ব্যাডমিন্টন র্যাংকিং টুর্নামেন্ট-২০২১’।
আজ সকাল ১০ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) ও ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম শিকদার।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাস্থ্যবিধি মেনে দেশের ২০০ জন পুরুষ ও ১০০ জন মহিলা শাটলার অংশগ্রহন করছে।