- প্রকাশিত : ২০১৮-০৪-০৭
- ৭৮১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক:- সব অপেক্ষার প্রহর শেষ করে আজ পর্দা উঠছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপএল) ১১তম আসরের।
আসরের প্রথম ম্যাচে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আর সবকিছু ঠিক থাকলে আজই মুম্বায়ের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে।
মোস্তাফিজ ছাড়াও আইপিএলের এবারের আসরে মাঠ মাতাবেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে সাকিব মাঠে নামবেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। সাকিবের সানরাইজার্স আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৯ এপ্রিল। ঘরের মাঠে ঐদিন রাজস্থান রয়্যালসের বিপক্ষে লড়বে হায়দ্রাবাদ।
টুর্নামেন্টে এবারের আসরে অংশ নিবে মোট আটটি দল। দলগুলো হলো মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়ল্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।
মোস্তাফিজ নতুন দলের হয়ে খেলবে বলে আজকের ম্যাচকে ঘিরে বাংলাদেশি সমার্থকদের রয়েছে বাড়তি উত্তেজনা। গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের সাথে আজ খানিকটা বিপাকেই থাকবে দুই বছর পর আইপিএলে ফেরা চেন্নাই সুপার কিংস। তাছাড়া আইপিএলের সবচেয়ে বেশি তিন বারের চ্যাম্পিয়ন মুম্বাই। তবে সর্বোচ্চ ছয় বারের ফাইনালিস্ট এবং দুই বারের চ্যাম্পিয়নও চেন্নাই। তাই বলাই যায় আজকের ম্যাচটি এই আসরের বেশ জমজমাটই হতে যাচ্ছে।
আজকের ম্যাচে মুম্বায়ের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। আর চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করবেন মহেন্দ্র সিং ধোনী।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..