গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ১৭২ জন।এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১৩০ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪২ জন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ৮১৫ জন।চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২১ হাজার ৫৭৪ জন। এরমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২০ হাজার ৬৭৬ জন। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৩ জন।