×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফের সিরি এ লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ফিরেছে নাপোলি। রোববার অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতামুল ম্যাচে তুরিনোর বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে ক্লাবটি। ম্যাচে ‘অতি গুরুত্বপুর্ন’ একমাত্র জয়সুচক গোলটি করেছেন ভিক্টর ওসিমেন। 
এর আগে গত শনিবার সানসিরোতে হেলাস ভেরোনার বিপক্ষে ৩-২ গোলের কস্টার্জিত জয় নিয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছিল এসি মিলান। 
তবে নাপোলিকে ফের শীর্ষস্থান ফিরিয়ে দেন ওসিমেন। ম্যাচের ৮১ তম মিনিটে জয়সুচক একমাত্র গোলটি করেন এই নাইজেরিয় তারকা। বিশ্বকাপের বাছাইপর্বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের বিপক্ষে নিজ দেশের ২-০ ব্যবধানে জয়েও গোল করেছিলেন ওসিমেন। 
খেলা শেষে তিনি বলেন,‘ এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপুর্ন গোল। আমি দারুন তৃপ্ত। স্টেডিয়ামের পরিবোশটিও ছিল অসাধারণ। সমর্থকরাই আমাদেরকে এগিয়ে যেতে বাধ্য করেছেন এবং আমরা পুরো তিন পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’
ওসিমেন বলেন,‘ আমরা কখনো হাল ছাড়ি না। শেষ মুহুর্ত পর্যন্ত আমরা আক্রমন অব্যাহত রেখেছি। যোগ্য দল হিসেবেই জয়লাভ করেছি। বলটি যখন আমার উপর দিয়ে উড়ে আসছিল তখন আমি ভাবলাম ডিফেন্ডারদের আগেই আমি এটি দখলে নিতে পারব। বলের সঙ্গে আমার দারুন সংযোগ ঘটে এবং ‘অতি গুরুত্বপুর্ন’ গোলটি করতে সক্ষম হই।’
এখন নাপোলির সংগ্রহ ২৪ পয়েন্ট। এসি মিলানের চেয়ে দুই পয়েন্ট বেশী। ক্লাবের ইতিহাসে লিগে এটিই নাপোলির সেরা সুচনা। এর আগে ২০১৭-১৮ মৌসুমেও প্রথম আট ম্যাচে টানা জয় পেয়েছিল তারা। 
গত শনিবার ল্যাৎসিওর কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সংগ্রহশালায় রয়েছে মাত্র ১৭ পয়েন্ট। এদিকে শুরুতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়া জুভেন্টাস এখন ক্রমেই এগিয়ে যাচ্ছে। রোববার তারা ১-০ গোলে হোসে মরিনাহোর রোমার বিপক্ষে জয়লাভ করেছে। ঘুরে দাঁড়িয়ে টানা এই চতুর্থ জয়ে পয়েন্ট তালিকার সপ্তম অবস্থান নিশ্চিত করেছে জুভরা। এ দিকে নিজেদের সবশেষ ৫ ম্যাচের তিনটিতে হারের পরও তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রোমা। 
খেলা শেষে জুভেন্টাসের কোচ মাসিমিলয়ানো আলেগ্রি বলেন,‘ ১-০ গোলের এই জয়টিকেও আমি ভাল ফল বলে উল্লেখ করতে চাই। বিশেষ করে আমরা আরো একটি সরাসরি জয় নিশ্চিত করেছি। কৌশলগত ভাবে রোমা খুবই ভাল একটি দল। তারা মান সম্পন্ন খেলা দিয়ে শুরুতে আমাদেরকে যথেষ্ঠ ভুগিয়েছে। এরপর আমরা দারুন একটি গোল পাই।’
রোববার অনুষ্ঠিত সিরি এ লীগের অন্য ম্যাচে আটালান্টা ৪-১ গোলের সহজ  জয় পেয়েছে এম্পোলির বিপক্ষে। আগামী বুধবার ওল্ডট্রাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। 
লিগের আরেক ম্যাচে কাগলিয়ারি ৩-১ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। এছাড়া জেনোয়া বনাম সাসুলোর ম্যাচ ২-২ গোলে এবং উদিনেস বনাম বোলনিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat