মুজিব বর্ষের ক্রীড়াঙ্গনের আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে পাঁচ দিনের ‘বঙ্গবন্ধু আর এ ট্রেডার্স ফেডারেশন কাপ ভলিবল প্রতিযোগিতা’। এ আসর থেকে বাছাইকৃত খেলোয়াড়দের পরবর্তীতে জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদে প্রশিক্ষনের আয়োজন করবে ফেডারেশণ।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, আট দলের অংশগ্রহণে ১৭ অক্টোবর শুরু হয়ে ২১ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। খেলা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান লতিফ সরকার, সম্পাদক মেজবাহ উদ্দিনসহ ভলিবল ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
রোববার পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল টুর্নামেন্ট উদ্বোধন করবেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার, রানার আপ দলকে ২০ হাজার ও তৃতীয় স্থান লাভ করা দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়া প্রতি পজিশনের সেরা খেলোয়াড় ক্রেস্ট পাবেন।