- প্রকাশিত : ২০১৮-০৪-০৭
- ৭৬৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতিতে জড়িত অভিযোগে ১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
শুক্রবার রাজধানীর পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে পুলিশের পক্ষ থেকে মোবাইলে পাঠানো এক খুবেদার্তায় এই তথ্য জানানো হয়েছে।
পাঠানো ওই খুদেবার্তায় আটক ব্যক্তিদের নামপরিচয় কিছুই জানানো হয়নি। এছাড়া কখন ও রাজধানীর কোন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে তাও জানানো হয়নি।
শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে খুদেবার্তায় বলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..