আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান হারালেন বাংলাদেশের সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্সে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে ৪ উইকেট ও ৪৫ রান করেন তিনি। এতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৬ রেটিং হারান সাকিব। ২৭৫ রেটিং নিয়ে দুই নম্বরে নেমে গেছেন সাকিব।
২৮৫ রেটিং নিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে তাঁর রেটিং ৬২৬। ৬১১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছেন সাকিব।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। বোলারদের র্যাঙ্কিংয়ে ২৫ ধাপ উন্নতি হয়েছে তার। বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে আছেন নাসুম।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
গতরাতে শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১৫৩ রান করেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে আছেন তিনি।