কুমিল্লা (দক্ষিণ) জেলার নাঙ্গলকোট উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে মৎস্য পোণাঅবমুক্ত করা হয়েছে।
আজ (৯ সেপ্টেম্বর) বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রিতম চৌধুরী প্রমুখ।এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা বাসসকে বলেন, আজ উপজেলা ভূমি অফিস পুকুর ও নাঙ্গলকোট থানা পুকুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১১ টি জলাশয়ে মাছের পোণা অবমুক্ত করা হয়েছে।