×
ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান
  • প্রকাশিত : ২০২১-০৯-০৫
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের দুই স্পিনার আজাজ প্যাটেল ও কোল ম্যাককঞ্চির ঘূর্ণিতে সিরিজের তৃতীয় ম্যাচে কুপোকাত হলো স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের বড় ব্যবধানে  হেরেছে বাংলাদেশ। ৪ ওভার করে হাত ঘুরিয়ে প্যাটেল ১৬ রানে ৪টি ও ম্যাককঞ্চি ১৫ ৩টি উইকেট নেন।   
টস জিতে  প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এই জয়ে সিরিজে ব্যবধান কমালো নিউজিল্যান্ড। তবে এখনো  ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমেই অনন্য মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এটি ছিলো তার শততম টি-টুয়েন্টি ম্যাচ। তবে এমন ম্যাচে টস ভাগ্যে জিততে পারেননি মাহমুদুল্লাহ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় নিউজিল্যান্ড। 
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে এ ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংস শুরু করেন ফিন অ্যালেন। উদ্বোধনী জুটিতে অ্যালেনের সঙ্গী ছিলেন রাচিন রবীন্দ্র। ইনিংসের প্রথম ওভার করতে আসেন বাংলাদেশের স্পিনার মাহেদি হাসান। অ্যালেনের দুই বাউন্ডারিতে প্রথম ওভারে ১১ রান পায় নিউজিল্যান্ড। 
স্পিনার নাসুম আহমেদের করা দ্বিতীয় ওভারে আরও একটি চার মারেন অ্যালেন। প্রথম দুই ওভারে মাহেদি ও নাসুমকে স্বাচ্ছেন্দ্যে খেলায়, তৃতীয় ওভারেই পেসার মুস্তাফিজুর রহমানকে আক্রমনে আনেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। 
অধিনায়কের সিদ্বান্তকে সঠিক প্রমান করেন মুস্তাফিজ। প্রথম বলেই অ্যালেনকে বিদায় দেন ফিজ। মিড-অনে মাহমুদুল্লাহকে ক্যাচ দেন ১০ বলে ১৫ রান করা অ্যালেন।   মুস্তাফিজের ওভারটি ছিল এক উইকেটসহ মেডেন। 
অ্যালেন ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন রবীন্দ্র ও উইল ইয়ং। সাকিবের প্রথম ওভারে দু’টি বাউন্ডারি আদায় করে ইয়ং। পাওয়ার-প্লেতে স্বাচ্ছেন্দ্যে ব্যাট করে দলের স্কোর ৪০-এ নেন রবীন্দ্র-ইয়ং জুটি।
ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে চমক দেখান মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। চতুর্থ বলে ইয়ংকে ও শেষ বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে শিকার করেন তিনি। দু’জনই লেগ বিফোর হন। ইয়ং ২০ বলে ২০ ও গ্র্যান্ডহোম খালি হাতে ফিরেন। 
এরপর উইকেটে সেট হয়ে থাকা রবীন্দ্রকে বিদায় দেন মাহমুদুল্লাহ। প্রতিপক্ষের অধিনায়কের বলে বোল্ড হবার আগে ২০ বলে ২টি চারে ২০ রান করেন রবীন্দ্র। 
আর নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামকে নিজের বলেই ক্যাচ নিয়ে বাংলাদেশকে বড়সড় ব্রেক-থ্রু এনে দেন মাহেদি। আগের ম্যাচে অপরাজিত ৬৫ রান করে দলকে দারুনভাবে লড়াইয়ে রেখেছিলেন লাথাম। কিন্তু এবার লাথামকে ৯ বলের বেশি ঠিকতে দেননি মাহেদি। এতে ১১তম ওভারে ৬২ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। 
এ অবস্থায় দলের হাল ধরেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। উইকেট বাঁচিয়ে খেলে ধীরলয়ে এগোতে থাকেন তারা। জুটিতে প্রথম ৩৬ বলে কোন বাউন্ডারিই মারতে পারেননি নিকোলস ও ব্লান্ডেল। ১৭তম ওভারের শেষ বলে বাউন্ডারি আসে ব্লান্ডেলের ব্যাট থেকে। ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিলো ৫ উইকেটে ৯৫ রান। রান রেট ৬এর নিচে ছিলো। 
মুস্তাফিজের করা ১৮তম ওভারে নিকোলসের ২টি চারে ১৩ রান পায় নিউজিল্যান্ড। পরের ওভারে ১টি চার হাঁকান ব্লান্ডেল।  ওভারে আসে  ৯ রান। 
আর মুস্তাফিজের করা শেষ ওভার থেকে ১১ রান তুলেন নিকোলস ও ব্লান্ডেল। ১টি করে বাউন্ডারি মারেন দুই  ব্যাটসম্যান। এই ওভারে সাকিবের হাতে জীবন পান ব্লান্ডেল। শেষ পর্যন্ত অবিচ্ছিন্নই থাকেন নিকোলস ও ব্লানডেল। ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রান যোগ করেন তারা। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১২৮ রানের লড়াই করার  পুঁিজ পায় নিউজিল্যান্ড। 
নিকোলস ২৯ বলে ৩৬ এবং ব্লান্ডেল ৩০ বলে ৩০ রান করেন। ৩টি করে চার মারেন দুই ব্যাটসম্যান ।   
বাংলাদেশের সাইফুদ্দিন ২টি, মাহেদি-মুস্তাফিজ-মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১২৯ রানের সহজ টার্গেটে শুরুটা ভালো ছিলো বাংলাদেশের। ২৩ বলে ২৩ রান যোগ করেন  দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাস। প্রথম ওভারেই দু’টি চার আদায় করেন নেন নাইম। পরের ওভারে  লিটনও বাউন্ডারি মারেন। তৃতীয় ওভারে ম্যাককঞ্চিতে পরপর দু’বলে চার মেরে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠেন  লিটন। 
কিন্তু ঐ ওভারের পঞ্চম বলে নাইম-লিটনের স্বাচ্ছন্দ্যময় ব্যাটিং ছেদ ঘটান স্পিনার ম্যাককঞ্চি। ১১ বলে ৩টি চারে ১৫ রান করা লিটনকে লেগ বিফোর ফাঁদে ফেলেন তিনি। 
লিটনের বিদায়ে ব্যাটিং অর্ডারে প্রমোশন পান মাহেদি। পিঞ্চ হিটার হিসেবে খেলতে নেমে ১ রানেই শিকার হন প্যাটেলের। 
মাহেদির পর বাংলাদেশ মিডল-অর্ডারকে দুমড়েমুচড়ে ফেলেন প্যাটেল। আরও ৩ উইকেট তুলে নেন তিনি। সাকিবকে শুন্য রানে, মাহমুদুল্লাহকে ৩ রানে ও আফিফ হোসেনকে শুন্য রানে বিদায় দেন প্যাটেল। তার  ঘুর্ণিতে ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে কাঁপতে শুরু করে বাংলাদেশ। দুই ওপেনারের ২৩ রানের জুটির পর ২০ রানে মধ্যে  ৬ উইকেট পতনে মহাবিপদে পড়ে বাংলাদেশ। 
সেখান থেকে দলকে খেলায় ফেরাতে সপ্তম উইকেটে সাবধানী লড়াই শুরু করেন মুশফিকুর রহিম ও উইকেটরক্ষক নুরুল হাসান। ধীরলয়ে এগোচ্ছিলেন তারা। এই জুটি বড় হবার আগে নিউজিল্যান্ডকে সময়পযোগী ব্রেক-থ্রূ এনে দেন ম্যাককঞ্চি। ৮ রান করা নুরুলকে নিজের দ্বিতীয় শিকার বানান তিনি। জুটিতে ২২ বলে ১৪ রান এসেছিলো। নয় নম্বরে নামা সাইফুদ্দিনকেও ৮ রানে বন্দি করে ফেলেন ম্যাককঞ্চি। এতে ৬৬ রানে অষ্টম উইকেট হারিয়ে খাদের  কিনারে চলে যায় টাইগাররা। 
শেষ পর্যন্ত ইনিংসে ২ বল বাকী থাকতে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। টি-টুয়েন্টি ক্রিকেটে এটি টাইগারদের  দ্বিতীয় সর্বনি¤œ রান । প্রথমটিও নিউজিল্যান্ডের বিপক্ষে, ৭০ রান। ম্যাচে মুশফিকের অপরাজিত ২০ রান, দলের পক্ষে সর্বোচ্চ।  ইনিংসে  ছিলনা কোন  ওভার বাউন্ডারি।
আগামী ৮ সেপ্টেম্ব একই ভেন্যুতে জের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। 
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ইনিংস :
ফিন অ্যালেন ক মাহমুদুল্লাহ ব মুস্তাফিজ ১৫
রাচিন রবীন্দ্র বোল্ড ব মাহমুদুল্লাহ ২০
উইল ইয়ং এলবিডব্লু ব সাইফুদ্দিন ২০
কলিন ডি গ্রান্ডহোম এলবিডব্লু ব সাইফুদ্দিন ০
টম লাথাম অপরাজিত ক এন্ড ব মাহেদি ৫
হেনরি নিকোলস অপরাজিত ৩৬
টম ব্লান্ডেল অপরাজিত ৩০
অতিরিক্ত (ও-২) ২
মোট (২০ ওভার, ৫ উইকেট) ১২৮
উইকেট পতন : ১/১৬ (অ্যালেন), ২/৪৬ (ইয়ং), ৩/৪৬ (গ্র্যান্ডহোম), ৪/৫৮(রবীন্দ্র), ৫/৬২ (লাথাম)। 
বাংলাদেশ বোলিং :
মাহেদি : ৪-০-২৭-১,
নাসুম : ২-০-১০-০,
মুস্তাফিজ : ৪-১-২৯-১ (ও-১),
সাকিব : ৪-০-২৪-০,
সাইফুদ্দিন : ৪-০-২৮-২ (ও-১),
মাহমুদুল্লাহ : ২-০-১০-১।
 
বাংলাদেশ ইনিংস :
মোহাম্মদ নাইম বোল্ড রবীন্দ্র ১৩
লিটন দাস এলবিডব্লু ব ম্যাককঞ্চি ১৫
মাহেদি হাসান ক নিকোলস ব প্যাটেল ১
সাকিব আল হাসান ক ম্যাককঞ্চি ব প্যাটেল ০
মুশফিকুর রহিম স্টাম্প লাথাম ব রবীন্দ্র ০
মাহমুদুল্লাহ ক নিকোলস ব প্যাটেল ৩
আফিফ হোসেন বোল্ড ব প্যাটেল ০
নুরুল হাসান ক ব্লানডেল ব ম্যাককঞ্চি ৮
সাইফুদ্দিন এলবিডব্লু ব ম্যাককঞ্চি ৮
নাসুম বোল্ড ব কুগেলেইন ১
মুস্তাফিজ ক (ব্রেসওয়েল) ব গ্র্যান্ডহোম ৪
অতিরিক্ত (ও-৩) ৩
মোট (১৯.৪ ওভার, অলআউট) ৭৬
উইকেট পতন : ১/২৩ (লিটন), ২/২৪ (মাহেদি), ৩/২৫ (সাকিব), ৪/৩২ (নাইম), ৫/৪৩ (মাহমুদুল্লাহ), ৬/৪৩ (আফিফ), ৭/৫৭ (নুরুল), ৮/৬৬ (সাইফুদ্দিন), ৯/৭০ (নাসুম), ১০/৭৬ (মুস্তাফিজ)।     
নিউজিল্যান্ড বোলিং :
ডাফি : ৪-০-১৫-০,
প্যাটেল : ৪-০-১৬-৪ (ও-১),
ম্যাককঞ্চি : ৪-০-১৫-৩,
রবীন্দ্র : ৪-০-১৩-১,
কুগেলেইন : ৩-০-১৪-১ (ও-২),
রবীন্দ্র : ০.৪-০-৩-১। 
ফল : নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী। 
ম্যাচ সেরা : আজাজ প্যাটেল(নিউজিল্যান্ড)।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat