- প্রকাশিত : ২০১৮-০৪-০৬
- ৬৮৮ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন দেয়ার কথা বলে টাকা আদায় করার অভিযোগে নরসিংদীতে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম সোহেল পারভেজ রিমন। তবে তিনি কাউকে প্রশ্ন দিতে পারেননি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার শিবপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানান নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
গোয়েন্দার জানান, প্রশ্নপত্র ফাঁসের তথ্য পেয়ে পারভেজকে অনুসরণ করেন তারা। আর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শিবপুরের জাঙ্গালিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে ডিবি।
গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা চলাকালে আগেভাগই ফেসবুকে নৈর্ব্যত্তিকের প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে তুমুল আলোচনা হয়েছে। পরীক্ষার আধা ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা আগে এই প্রশ্ন ফাঁসের ঘঁনায় ধরা পড়েছে দেড় শতাধিক ব্যক্তি।
চলমান এইচএসসি পরীক্ষায় এখনও প্রশ্ন ফাঁসের অভিযোগ আসেনি। তবে পারভেজ পরীক্ষা হয়ে যাওয়ার পর তার ফেসবুকের টাইমলাইনে সময় পরিবর্তন করে প্রশ্ন আপলোড করে পরবর্তী পরীক্ষার জন্য প্রশ্ন দেবেন বলে টাকা আদায় করেছিলেন।
ব্রিফিংয়ে নরসিংদীর পুলিশ সুপার জানান, পারভেজ তার মোবাইল নম্বর ০১৮৬৫৭৫১৯৬৫ ব্যবহার করে Ruhul Ahmed নাম ব্যবহার করে একটি আইডি খুলেন। সেই আইডি থেকে HSC and Alim question Out 2018 এবং HSC & ALIM 100% Real Question Out 2018 bd নামে ফেসবুক পেজ খোলেন।
এরপর প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা এই মাত্র প্রশ্ন আসল বলে স্ট্যাটাস দিয়ে হোয়াটস অ্যাপ নম্বর ০১৯২৩৭৫৯৫২৮ ও তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরটা দিয়ে দেন পারভেজ।
আর ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে এভাবে টাকা হাতিয়ে নিতে থাকেন পারভেজ। কিন্তু প্রশ্ন তিনি আর দিতে পারেননি।
আর এই তথ্য পেয়ে নরসিংদী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রূপন কুমার পারভেজকে অনুসরণ করে গ্রেপ্তার করেন।
পুলিশের উপপরিদর্শক রুপম কুমার সরকার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ তিনটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..