চট্টগ্রামের মুরাদপুরে জলাবদ্ধতায় সড়ক-নালার পানিতে তলিয়ে যাওয়া ব্যবসায়ির চার দিনেও খোঁজ মেলেনি। গত বুধবার থেকে বিরতি দিয়ে পালা করে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর এতথ্য জানায়।
তিনি বলেন, আজ শনিবার সকাল ৮ টা থেকে ৪র্থ দিনের মতো ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান শুরু হয়েছে। আজকে নালার বিভিন্ন স্পটে অভিযান চালানো হচ্ছে। সাধারণত ২৪ ঘন্টা পরে পানিতে ডুবে যাওয়া কারও লাশ ভেসে ওঠে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এর কারণ হতে পারে পানির স্রোতে অনেক দূরে ভেসে গেছেন অথবা নালায় ময়লার ভিতরের কোথাও দেহটি আটকে আছে।
গত বুধবার চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার তীব্র স্রোতে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন মো. সালেহ আহমদ (৫০)। তিনি নগরীর চকবাজার এলাকায় সবজির ব্যবসা করতেন। তার বাড়ি পটিয়া উপজেলার মনসার টেক এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।