সিরাজগঞ্জ জেলায় আজ শাহজাদপুর উপজেলায় বাঘাবাড়ীতে বাসচাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বাঘাবাড়ি বিন্নাদারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার বেড়া উপজেলার চরনাকালিয়া গ্রামের আবুসামা প্রামানিকের ছেলে হাফেজ মো. আল আমিন হোসেন (৩২) এবং চরনাকালিয়া গ্রামের রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে মসজিদের ইমাম হাফেজ মো. গোলাম মোস্তফা (৩৬)। সম্পর্কে তারা দু‘জন চাচাতো ভাই। রবিউল নামের আরেক চাচাতো ভাইয়ের জানাযায় যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জুয়ার রহমান জানান, বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বিন্নাদারি এলাকায় শাহজাদপুর থেকে বেড়াগামী একটি মোটরসাইকেলকে একটি বাস পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আল আমিনের মৃত্যু হয়। এসময় আহত হন তার সঙ্গে থাকা মোস্তফা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি জানান, নিহতের মরদেহ পাবনা মাধবপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।