গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩০৬ জন।
এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ২৭৩ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৩ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১১০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৮৩ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (১৮ আগস্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ছয় হাজার ৯৫৬ জন। একই সময়ে ছাড়া পেয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৭৩৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।