করোনা মহামারিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় বিভিন্ন ওষুধ ও খাদ্যসামগ্রী অসহায়-নিস্ব মানুষের মাঝে আজ বুধবার বেলা ১১টায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাইম হাসান বিতরণ করেন।
করোনায় ক্ষতিগ্রস্ত মধ্য আয়ের মানুষ এবং কর্মহীন অসহায় মানুষগুলোর তালিকা করে ঘরে ঘরে অর্থ ও খাদ্য পৌঁছে দেনা হয়।
এ বিষয়ে ব্যারিষ্টার নাইম হাসান বলেন, বাংলাদেশ আওয়ামী সরকার করোনা মহামারির এ কঠিন সময়ে সাধারণ জনগণকে সাহায্য ও সহযোগিতা করছেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় ওষুধ ও বিভিন্ন খাদ্যসামগ্রী অসহায়-নিস্ব মানুষের মাঝে বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।