কুুমিল্লা (দক্ষিণ), জেলার মনোহরগঞ্জ উপজেলায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে মনোহরগঞ্জে ৩১ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের রোগীদের একযোগে অক্সিজেন দেওয়া সম্ভব হবে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মনোহরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী প্রমুখ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ চালু করায় ৬ হাজার ৮শ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন সর্বমোট ৩৯টি সিলিন্ডার দিয়ে একসঙ্গে সব রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। সব মিলিয়ে এ সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেন্ট্রেটর কোভিড-১৯ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।