দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২৪৫ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মারা গেছেন। গতকাল ২৪১ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১২৮ ও নারী ১১৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১১ হাজার ৪৬৩ জন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬৭ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ বেশি। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ হাজার ২৩০ জন, ৬৬ দশমিক ৫২ শতাংশ এবং নারী ৭ হাজার ৬৬৭ জন, ৩৩ দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৮৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৭ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন রয়েছে। এদের মধ্যে ১৮৫ জন সরকারি, ৪৯ জন বেসরকারি হাসপাতালে এবং ১১ জন বাসায় মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ৪৭ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৪৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ২৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১ হাজার ১৬৪ জন বেশি শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৪ দশমিক ৫২ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৭ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৭৫ জন। ঢাকায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই জেলায় ১৪ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫ জন। যা ২০ দশমিক ৯৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫২ জন। গতকাল ৫০ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৭২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৬ হাজার ৬২৭ জন। গতকালের চেয়ে আজ ২ হাজার ২১৫ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ০৫ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩১ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৯৫৩ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪০ হাজার ১৩০ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ৮২৩ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ২০৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪২ হাজার ৩ জনের। গতকালের চেয়ে আজ ৫ হাজার ২০৪ টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।