যশোর জেলার ঝিকরগাছায় রোববার (৮আগষ্ট২০২১) বিকেলে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।মৃতরা ঝিকরগাছা উপজেলার নিশ্চিতপুর গ্রামের বাসিন্দা জোহর আলী (৫০) ও তার ছেলে আক্তারুজ্জামান (২২।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান রোববার বিকেলে মোটরসাইকেলযোগে ঝিকরগাছা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বল্লা কলোনীপাড়া এলাকায় পৌঁছালে বাঁকড়াগামী একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এখানে কর্তব্যরত চিকিৎসক জোহর আলীকে মৃত ঘোষণা করেন। ছেলে আক্তারুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে রাতে মারা যান।দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়। পিকআপটি পুলিশ উদ্ধার করে স্থানীয় শিওরদহ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা দায়ের হয়েছে।