সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় সলপ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক ভাবে মাস ব্যাপি করোনা ভাইরাস সংক্রমনে প্রতিরোধে " সামাজিক বিপ্লব " গড়ে তোলা হচ্ছে। ৫ আগষ্ট বিকাল ৫টায় সলপ ইউনিয়নের কানসোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত উল্লাপাড়া-সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম মহোদয়ের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে " সামাজিক বিপ্লব " গড়ে তোলা হয়েছে। ধারাবাহিক ভাবে সলপ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি গ্রামের জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে " সামাজিক বিপ্লব " গড়ে তুলেছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ইউনিয়ন বাসীর দোড় গোড়ায়
সামাজিক দুরত্ব বজায় রেখে সার্জিক্যাল মাক্স বিতরণের মধ্যে দিয়ে " সামাজিক বিপ্লব " গড়ে তুলেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
এতে আরো বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক জনাব কাজী এহসানুল হাসান সন্টু। এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন।