সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুপুর দেড়টায় পৌর শহরে ঔষধের দোকানসহ মোট চারটি দোকানে অভিযান চালিয়ে ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সিরাজগঞ্জ এর উপ পরিচালক মোঃ মাহমুদুল হাসান রনি এ আদালত পরিচালনা করেন। জানা গেছে পৌর শহরের মুক্তা মেডিক্যাল হলে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধসহ বিভিন্ন ঔষধ জব্দ করা হয়েছে। এবং দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে । পৌর শহরের ফলের দোকানসহ তিন দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনাকালে পৌরসভার স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক আলী আহম্মদ রতন উপস্থিত ছিলেন।