অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে প্রথম ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-টুয়েন্টি ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফ উদ্দিন ও তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও মাহেদি হাসান।
এই প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা।
এখন পর্যন্ত টি-টুয়েন্টি ফরম্যাটে চার ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে জয়ে দেখা পায়নি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ : ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্র টাই, জশ হ্যাজলউড ও এডাম জাম্পা।