কুমিল্লা (দক্ষিণ) জেলার চৌদ্দগ্রামে আনন্দ সংঘের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ (২৬ জুলাই) সোমবার সকাল সাড়ে ১০টায় অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন, আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক সফিউল ইসলাম, আনন্দ সংঘের সমন্বয়ক তৌহিদুল আযম বাবু, মাহবুবুল আলম ডালিম, আনিসুর রহমান, এম এ আলম, আব্দুল্লাহ ফারভেজ, ফয়সাল আহম্মেদ শাকিল প্রমুখ।
এ বিষয়ে আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল বলেন, চৌদ্দগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে । তাই আজ অক্সিমিটার ও অক্সিজেন ভর্তি ৫টি সিলিন্ডার দিয়ে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কয়েকদিনের মধ্যে আরও ৫টি সিলিন্ডার যোগ হবে। এখন থেকে যাদের অক্সিজেন প্রয়োজন হবে নিজ উদ্যোগে হসপিটাল কিংবা বাসায় পৌঁছে দেওয়া হবে বলে জানান।