সরকার প্রদত্ত বিনামূল্যে কোভিড-১৯ টিকা গ্রহণে জনসাধারণকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে মাঠে নেমেছে জেলার সোনাগাজী উপজেলা ছাত্রলীগ।
আজ শনিবার সকালে এ স্বেচ্ছাসেবার উদ্বোধন উপলক্ষে অনলাইন মিটিংয়ের আয়োজন করে তারা। এতে অংশ নেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক মীর এমরান। এছাড়া বিভিন্ন সময় যুক্ত হন উপজেলার একাধিক ইউপি চেয়ারম্যান।
কর্মসূচি প্রসঙ্গে রবিন জানান, উপজেলা ও পৌর ছাত্রলীগের ৪৫০জন নেতাকর্মী এ কাজে অংশ নিয়েছে। মোট ৪৫টি দলে ভাগ হয়ে ইউনিয়ন ও পৌর প্রত্যেকটি ওয়ার্ডে বুথ স্থাপন করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ছাত্রলীগ সবসময় দেশের দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় গতবছর প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সারাদেশে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সবার আগে কৃষকের ধান কাটায় নিজেদের সম্পৃক্ত করেছে।