হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
প্রথম দুই ম্যাচ যথাক্রমে ১৫৫ রান ও তিন উইকেটে জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে ওয়ানডে সুপার লীগের পয়েন্ট বিবেচনায় গুরুত্বহীন ম্যাচটিও জিততে চায় বাংলাদেশ।
প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ এবং সিরিজ থেকে পুর্ন পয়েন্ট অর্জনের লক্ষ্যে দুটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ’
পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অনুশীলন ম্যাচে পায়ের গোঁড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা মুস্তাফিজুর রহমান। আর দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়া মেহেদি হাসান মিরাজের পরিবর্তে মাঠে নেমেছেন নুরুল হাসান সোহান।
অন্য দিকে জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন এসেছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল(অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান,সাইফুদ্দিন, তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে দল: তাদিওয়ানশে মারুমানি,রেজিস চাকাভা, ব্রেন্ডন টেইলর(অধিনায়ক), ডিওন মায়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, লুক জংবে, ব্লেসিং মুজুরাবানি, তেন্ডাই চাতারা, রিচার্ড নাগভারা, তিনাশে কামুনকুকামবে।