ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচটি স্তাদিও অলিম্পিকোতে বড় স্ক্রিনে সমর্থকদের জন্য দেখানোর আগ্রহ প্রকাশ করেছেন রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্জি।
ইতালিয়ান অলিম্পিক কমিটির কাছে পাঠানো এক টুইটার বার্তায় রাজ্জি এই আগ্রহের কথা জানিয়েছেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গত মঙ্গলবার স্পেনের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে জিতে ইতালির ফাইনাল নিশ্চিত হবার পরের দিন রোমের মেয়র এ বিষয়ে টুইট করেছেন।
তিনি পরামর্শ দিয়েছেন করোনা পরিস্থিতিতে দর্শক সংখ্যা কমিয়ে রোমের স্টেডিয়ামটিতে বড় পর্দায় ফাইনাল ম্যাচটি প্রদর্শন করলে অনেকেই তা উপভোগ করতে পারতো।
এর আগে এবারের টুর্নামেন্টে ইতালির গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ও ইংল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।