রাঙ্গামাটি জেলায় অসহায় ও হতদরিদ্র ৭২০ মৎস্যজীবী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার মগবান ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রীর দেয়া এসব ভিজিএফের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এসময় মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশীদ এবং ইউনিয়নের ৯ ওয়ার্ডের মেম্বারগন উপস্থিত ছিলেন।
প্রতি তিন মাস মাছের বংশ বিস্তার ও প্রাকৃতিক প্রজনন বাড়াতে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ রাখা হয়। বন্ধকালীন সময়ে জেলেদের মৎস্য আহরণ ও বাজারজাতকরণ বন্ধ থাকায় তিন মাস সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল প্রদান করা হয়।