×
ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান হ্যারিসের সমাবেশে ক্যাপিটলে দাঙ্গা নিয়ে সমর্থকদের উল্লাস স্পেনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বেশ কিছু লাশ উদ্ধার দক্ষিণ আফ্রিকার রান ৫শ’ ছাড়ালো আমি প্রচুর গালিগালাজ শিখেছি : পরী মণি বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
  • প্রকাশিত : ২০২১-০৭-০৭
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রোমাঞ্চকর ম্যাচে স্পেনকে টাই ব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পেনাল্টিতে শেষ শটটি সফল করে জর্জিনহো আজ্জুরিদের ফাইনালের টিকিট উপহার দেন। 
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ইতালি অবশ্য কাল সেমিফাইনালের চাপটা সেভাবে নিতে পারেনি। হাই ভোল্টেজ ম্যাচটিতে প্রায় বেশীরভাগ সময়ই স্পেনের আধিপত্য ছিল। জুভেন্টাস ফরোয়ার্ড ফেডেরিকো চিয়েসার গোলে ৬০ মিনিটে এগিয়ে যায় ইতালি। ফর্মহীনতায় মূল একাদশ থেকে বাদ পড়া আলভারো মোরাতার হাত ধরেই শেষ পর্যন্ত স্পেন ম্যাচে ফিরে। ৫৮ হাজার দর্শকের উপস্থিতিতে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটিকে আরো আকর্ষণীয় করে তুলেন মোরাতা। নির্ধারিত সময় শেষ হবার ১০ মিনিট আগে বদলী বেঞ্চ থেকে উঠে আসা মোরাতা স্প্যানিশদের সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে আর কোন গোল না হলে আবারো পেনাল্টি শ্যুট আউটে স্পেনের ভাগ্য নির্ধারিত হয়। এর আগে কোয়ার্টার ফাইনালেও সুইজারল্যান্ডকে টাই ব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল স্পেন। 
ইউরো ২০০৮’এর কোয়ার্টার ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে সেমির টিকিট পেয়েছিল স্পেন। কিন্তু এবার ডানি ওলমো ও মোরাতার পেনাল্টি মিসে কপাল পুড়েছে স্পেনের। অথচ ম্যানুয়েল লোকাত্তেলি প্রথম শটটি মিস করায় স্পেন সুবিধাজনক অবস্থানে থেকেই পেনাল্টি শ্যুট আউট শুরু করেছিল। কিন্তু ওলমো নিজের শটটি মিস করে ইতালিকে উল্টো সুযোগ করে দেয়। আন্দ্রে বেলোত্তি, লিওনার্দো বনুচ্চি ও ফেডেরিকো বার্নারডেশীর পরপর তিন গোলের সাথে জেরার্ড মোরেনো ও থিয়াগো আলচানতারা গোল করলেও মিস করে বসেন মোরাতা। এরপর শেষ শটে জর্জিনহো গোল করে ইতালিকে ফাইনালের পথ দেখান। 
যুক্তরাজ্য ভিত্তিক বিশাল একটি সমর্থক গোষ্ঠীর সাথে ম্যাচ শেষে জয়ের আনন্দ উদযাপন করেছে ইতালি। ১৯৬৮ সালের পর এই প্রথমবারের মত ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ের স্বপ্নে এখন বিভোর রবার্তো মানচিনির অধীনে বদলে যাওয়া ইতালি। এনিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও আত্মবিশ্বাসী করে তুলছে আজ্জুরিদের। 
কিয়েভে ইউরো ২০১২ ফাইনালে স্পেনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হবার পর নয় বছর কেটে গেছে। এ নিয়ে টানা চতুর্থ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে বিশ্ব ফুটবলের এই দুই পাওয়ারহাউজ একে অপরের মোকাবেলা করলো। এবার তারা লন্ডনের মাঠে একে অপেরের মুখোমুখি হলেও ওয়েম্বলির পরিবেশ কিছুটা হলেও দলগুলোকে হতাশ করেছে। উভয় কোচই সেমিফাইনালে প্রাক্কালে বলেছিলেন দেশে থেকে কোয়ারান্টাইন বিধিনিষেধে কোন সমর্থক আসতে না পারাটা সত্যিই দু:খজনক। যদিও ব্রিটেনে একটি বিশাল স্প্যানিশ ও ইতালিয়ান কমিউনিটি বাস করায় তারাই শেষ পর্যন্ত নিজ নিজ দলকে সমর্থন যুগিয়ে গেছে। ওয়েম্বলিতে ৫৭,৮১১ জন সমর্থকের মধ্যে দুই দল মিলিয়ে ২০ হাজার সমর্থকের উপস্থিতির অনুমতি ছিল। করোনা মহামারী শুরু হবার পর থেকে সমর্থকদের এত বড় ম্যাচ দেখার সুযোগ আর হয়নি। 
স্পেনের সার্জিও বাসুকয়েটস, কোকে ও পেদ্রির বিপরীতে ইতালিয়ান ট্রায়োর জর্জিনহো, মার্কো ভেরাত্তি ও নিকোলো বারেলা মধ্যমাঠে সমান তালে লড়াই চালিয়ে গেছে। বিশেষ করে ১৮ বছর বয়সী পেদ্রি যেভাবে নিজেকে সর্বোচ্চ পর্যায়ের এই ম্যাচে প্রমান করেছে তাতে ধরে নেয়াই যায় ভবিষ্যতে বেশ কিছুদিন এই ফরোয়ার্ডকে দিয়ে সুবিধা আদায় করে নিতে পারবে স্পেন। যদিও প্রথমার্ধেও প্রায় পুরোটা সময় জুড়েই ছিল উভয় দলের গোলবারে এসে ব্যর্থতার পরিসংখ্যান। যদিও ২৫ মিনিটে ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা ওলমোর একটি শট অসাধারণ দক্ষতায় রক্ষা করেছেন। দুর্দান্ত ফর্মে থাকা লেফট-ব্যাক লিওনার্দো স্পিনাজ্জোলার অনুপস্থিতি কাল অনুভব করেছে ইতালি। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেশীর ইনজুরিতে পড়ায় দল থেকে ছিটকে গেছেন স্পিনাজ্জোলা। এদিকে স্প্যানিশ কোচ লুইস এনরিকে মোরাতাকে বাদ দিয়ে মূল একাদশে মিকেল ওয়ারজাবালের উপরই আস্থা রেখেছিলেন। শুরু থেকে স্পেন ম্যাচটি উপভোগ করলেও প্রথমে গোল দিয়ে এগিয়ে যায় আজ্জুরিরা। ডোনারুমর থ্রো থেকে লোরেঞ্জো ইনসিগনে বল বাড়িয়ে দেন সিরো ইমোবিলের দিকে। অমারিক লাপোর্তের ট্যাকেল উপেক্ষা করে ইমোবিলে চিয়েসাকে বল দিলে ডান পায়ের জোড়ালো শটে উনাই সিমনকে পরাস্ত করেন এই জুভেন্টাস ফরোয়ার্ড। ম্যাচে ফিরে আসার তাগিদে এনরিকে শেষ পর্যন্ত মোরাতা ও জেরার্ড মোরেনোকে মাঠে নামান। আর এই পরিবর্তনেই ভাগ্য ফিরে স্পেনের। প্রতিপক্ষের অর্ধ থেকে বল সংগ্রহ করে মোরাতার ওলমোর সাথে বল আদান প্রদান করে স্পেনকে সমতায় ফেরান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat