কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তারকা ফরোয়ার্ড নেইমারের এসিস্টে ১-০ গোলে জিতে মহাদেশীয় আসরটিতে টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিল তিতের শিষ্যরা। সেমিফাইনালে ব্রাজিলকে জয়সূচক গোল উপহার দেন লুকাস পাকুয়েটা।
ম্যাচের পর জয়ের অন্যতম নায়ক নেইমার জানিয়েছেন তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির দল আর্জেন্টিনাকে দেখতে চান। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘ফাইনালে আর্জেন্টিনাকে চাই আমি। আমি তাদের উৎসাহিত করছি। আর্জেন্টিনা দলে আমার অনেক বন্ধু আছে। তবে ফাইনালে অবশ্যই ব্রাজিল জিতবে। ’
চলতি কোপায় দুর্দান্ত খেলছে নেইমার ও ব্রাজিল। পেরুর বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেইমার।
বুধবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়বে ১৪ বারের কোপাজয়ী আর্জেন্টিনা। সে ম্যাচে মেসিরা জিতলে ফাইনালে দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনর দ্বৈরথ। ১০ জুলাই ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।
সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে ২০০৭ সালের চির প্রতিদ্বন্দ্বী এই দু’দল মুখোমুখি হয়েছিল। ভেনেজুয়েলার মাটিতে ঐ ফাইনালে ব্রাজিল ৩-০ গোলে জয়ী হয়েছিল। এই ফাইনালের মাধ্যমে বার্সেলোনার পুরনো দুই সতীর্থ নেইমার ও মেসিরও দেখা হয়ে যেতে পারে। উভয় খেলোয়াড়ই এবারের টুর্ণামেন্টে দারুন ছন্দে রয়েছেন। নেইমার এ পর্যন্ত দুই গোল করা ছাড়াও তিনটি এসিস্ট করেছেন। আর মেসি চার গোলের পাশাপাশি চারটি এসিস্ট করেছেন।
বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ঘরের মাঠে সুবিধাটা পুরোপুরি কাজে লাগাতে চায়। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় প্রথমবারের মত যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া ও কোভিড-১৯ পরিস্থিতির ভয়াবহতায় আর্জেন্টিনা তাদের আয়োজক স্বত্ব হারায়। পরবর্তীতে ব্রাজিলকে স্বাগতিক হবার অনুমতি দেয় কনমেবল।