করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লার মুরাদনগর উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে গুনতে হচ্ছে জরিমানা। তবে জরুরী পরিসেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে কর্মস্থলে যেতে পারছেন। আজ সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে কঠোর লকডাউন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, উপজেলায় সব যন্ত্র চালিত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জরুরী কাজে যারা বাহির হচ্ছেন তাদের মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক করতে কঠোর ভূমিকা পালন করছেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদারসহ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, উপজেলা স্কাউট দল ও গ্রাম পুলিশ সবাই একযোগে কাজ করছেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।