রাঙ্গামাটি জেলায় আজ করোনা সংক্রমন প্রতিরোধে জুমার নামাজের আগে রাঙ্গামাটি শহরের প্রতিটি মসজিদে মুসুল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে ইসলামিক ফাউ-েশনের সহযোগিতায় রাঙ্গামাটি কালেক্টরেট জামে মসজিদে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় জেলা প্রশাসক সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিদের আহবান জানান।
এছাড়াও আজ জেলার বিভিন্ন মসজিদে জেলা প্রশাসনের কর্মকর্তারা জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এদিকে, জেলা শহরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাঁচটি মোবাইল টিম লকডাউন নিশ্চিত করার পাশাপাশি করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করেন।