×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বহুল কাঙ্খিত স্বস্তির বৃষ্টি বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৩০২ জন করোনায় আক্রান্ত হয়েছে যা করোনাকালে সর্বোচ্চ রেকর্ড।স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় মোট ৮৭২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩০২ জন। এতে আক্রান্তের হার শতকরা ৩৪.৬৩ ভাগ। এর আগের দিন আক্রান্ত ছিলো ১৯৯ জন। আক্রান্তের হার ছিলো ২৯.০৯ ভাগ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ২১৫ জন আক্রান্ত হয়। এ ছাড়া সুনামগঞ্জে ১০, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৫২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৮৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ ও মৌলভীবাজার জেলায় ৩ হাজার ৭৭ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছে। দ’ুজনেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে চার জেলায় মোট মারা গেছে ৪৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৯৩, সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন। এ দিকে সিলেট বিভাগের চার জেলায় ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮২, সুনামগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলার ২১ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ সুনামগঞ্জে ২ হাজার ৮৩০,হবিগঞ্জে ২ হাজার ১১০ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬৮৫ জন রয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২১ জন। এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ৩৭১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে সিলেট জেলায় ৩৪৫, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় ১৮ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৫২ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর মধ্যে সিলেটের ১৪৮ ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৭৮ ও মৌলভীবাজারের ৪৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat