দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চেম্বার বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)’র ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মুর্তজা বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু, সহ-সাধারণ সম্পাদক আল-মামুন মৃধা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ ও চীন এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বাধাসমূহ দূর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।